আলবার্টা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যানে মাস্টার্সের পড়াশোনা শুরু করলেও শেষ করতে পারিনি। নতুন পরিবেশের চ্যালেঞ্জ, শারীরিক-মানসিক অসুস্থতা, তীব্র মানসিক আঘাত, কঠোর আবহাওয়া, নিজের অযত্ন, পড়াশোনায় অমনোযোগ- সবকিছু মিলিয়ে আর পারিনি। পূর্বে এই ঘটনাগুলোকে জীবনের ব্যর্থতার অধ্যায় মনে করলেও এখন মনে-প্রাণে বিশ্বাস করি, এই ব্যর্থতাই আমাকে পরবর্তী জীবনে সাফল্যের সিঁড়ি খুঁজে পেতে সহায়তা করেছে। তাই অত্যন্ত গর্বের সাথে এডমন্টনের দিনগুলোর কথা স্মরণ করে এই বইটি লেখা।